কল্পলোকে হয়েছে মহান ,
ভীরুতা তাহারে করিয়াছে নিঃশেষ ।
জাগ্রত মনের অতন্দ্র বিবেক
পথের দিশার দিয়েছিল নির্দেশ ।
পথ চলতে চলতে বারবার
চরণ ফেলিতে এসেছে জড়তা ,
মনের অলক্ষ্যে ঘিরিয়াছে মন
জন সমক্ষে দেখাল ছাড়িয়া মিথ্যে ভ্রান্ত মূঢ়তা ।
হৃদয় নিসিক্ত উদারতা যতটুকু
নিরভিত মনের কাঁচের ভাঁড়ারে ছিল ,
প্রলেপ আঁকিয়া চারিপাশে তার
ভীরুতা আসিয়া গোপনে তাহারে অদৃশ্য করে দিল ।
প্রতিফলন তার ঘটতে দেখেছে নিজের চোখে ,
দেখেছে তাহার রূপ আপন মনে ,
ঘটাতে পারেনি বিচ্ছুরণ এই বিশ্বলোকে ,
ধিক্কার দিচ্ছে তাই নিজের জীবনে ।
অনুতাপে পুড়ে পুড়ে শেষ হল মন ,
চেতনার মাঝেই ব্যর্থ হয়ে গেল পুরোটা জীবন ।
*************