আমার মনের কোণের
সন্দ গেছে টুটি ,
মুক্ত মনের ফুল বাগিচায়
ফুল-কলিটি করছে ফুটি ফুটি ।
পাঁপড়ি মেলে হাসছে মনে ,
কইছে কথা সবার সনে ,
পড়ছে সাড়া ফুলের বনে ,
আঁধার গেছে টুটি ,
ফুলের বনে ফুল-পরীটি
হেসেই কুটি কুটি ।
ফুটি ফুটি করেই কলি
নিরাশ হয়ে মনে ,
ঝিমিয়ে যখন পড়ল কলি
নিসঙ্গ ফুল বনে ,
এমন সময় প্রভাত এসে
নিটোল হয়ে রানীর বেশে
বলল কথা মুচকি হেসে
ফুল কলিকার সনে ,
কলিকাটি সাজল তখন
(যেন) বধূ বেশের কণে ।
***************