অনন্ত কালের মহাবিশ্বের
ওগো মহাজ্যোতির্ময় !
উজ্জ্বল রশ্মির আলোক ধারায়
ঘুচাও কালিমাময় ।
জ্বালিয়ে দাও গো আলোর মশাল ,
তমিস্রা ঘুচিয়ে মানব মনের ,
বিলাও জ্যোতি , ঘুচাও ক্লেদ ,
দাও— মন্ত্রণা জাগরণের ।
কালো মেঘে ভরেছে বিশ্ব ,
বিদ্বেষে ভরে গেছে প্রাণ ,
আলোক বন্যায় নাও গো ভাসিয়ে ,
তম-ভাসিদের করো ত্রাণ ।
বিভৎসতার করাল ছোবলে
বিষিয়ে উঠেছে বারি ও বাতাস ,
দমবন্ধ পরিবেশে ধর্ষিত মনুষ্যত্ব !
বড় কষ্ট ফেলিতে নিশ্বাস !
স্বস্তির নিশ্বাস ফিরিয়ে দাও ,
দাও গো ফিরিয়ে শান্তি-প্রবাহ ,
বাঁচাও বিশ্ব ! মানুষ বাঁচাও !
নিভাও পৃথিবীর বিষ দাব-দাহ ।
            ########