লেখনী স্তব্ধ মোর , নির্বাক এ অন্তর
কেন , সেই প্রশ্নবাণ ছুড়েছো আমায় ,
জানো বটে তবু বলি জবাবি ভাষায়—
ভেবে দেখো ,বলা কথা শুধু অবান্তর ।

আশা পূরণের চেষ্টা হলে দুর্নিবার ,
নিয়তই থাকে মন ঘোর ব্যাকুলিত ,
প্রলুব্ধ অন্তর যদি হয় বিমোহিত ,
নিরাশার ছলনাতে হলে ছারখার ।

প্রেম-সিক্ত মন চায় প্রেমের প্রসাদ ,
যতক্ষণ বাঞ্ছিতের সাড়া নাহি পায়
অথবা কখনো যদি পেয়েও হারায় ,
প্রতারিত করে শুধু বঞ্চনার স্বাদ —

লেখনী সচল হয়ে বেদনার ভাষা—
ঝরিয়ে তৃপ্ত হয় ব্যর্থতার মাঝে ,
বেদনা বিধুর মনের প্রতি ভাঁজে ভাঁজে
ছড়ালে হৃদয় জুড়ে শুধুই হতাশা ।

মানস কাঙ্খিত সব হলে হস্তগত ,
শান্তির সুধা মাখা মোহিত পরশে
জীবনের চাওয়া পাওয়ার তৃপ্ত হরষে
লেখনী নীরব হয়,মন পরিণত ।
         **************