মৌ এর লোভে মৌ-লোভীরা বিকিয়ে দেয় মনুষ্যত্ব ,
গুরুজীরা গুড়ের লোভে কঠিন কঠিন শোনায় তত্ত্ব ।
সাধারণে অন্ধকারে হাতরে মরে , বোঝে না ছাই !
তারা জানে — তার কথাই শুনতে হবে , তিনি গোসাই ।
কোরাণ , পুরাণ-বেদ ,বাইবেল শিক্ষামূলক শাস্ত্রকথা —
জানা ভালো কিন্তু মোদের আসল ধর্ম মানবতা ।
তত্ত্ব কথায় হয় না ধর্ম , বিশ্লেষণে জটিলতা ,
যত আছে অর্থ লোভী তারাই শুধু ঝরায় কথা ।
রামকৃষ্ণের তত্ত্ব ছাড়া সহজ ভাষায় হিতোপদেশ—
শুনতে যেতেন তাবড় তাবড় দেশ-বরেণ্য মহান নরেশ ।
বড় বড় মহা পুরুষ শিক্ষা দিতেন সহজ ভাষায় ,
ধর্মটাকে কঠিন করে বলেন শুধু পাওয়ার আশায় ।
সংস্কারকে আকড়ে ধরে ওটাই ভাবে আসল ধর্ম ,
ভবিষ্যৎটা কল্পলোকের , কারোর জানা নয়তো কর্ম ।
আমরা বুঝি ধর্ম কর্ম শান্তি রক্ষার মূল মন্ত্র ,
বাকী সবই দেনা-পাওনার তাত্ত্বিকতার কঠিন যন্ত্র ।
যন্ত্র দিয়ে বিচার করো পান্ডিত্যের বহর কত ,
পান্ডিত্যে আর ধার্মিকতায় তফাৎ আছে যোজন শত ।
********************