যেদিন প্রথম দেখেছিলাম
ফুল বাগানে একটি ফুল ,
সেদিন থেকেই তৃষিত মন
কেমন যেন হয় আকুল ।
দেখতে সে নয় চোখের বাহার ,
সুগন্ধে তার পাঁপড়ি মাখা ,
পল্লবিত ফুলটি হাসে
দুচোখে তার লজ্জা আঁকা ।
মৃদুল বাতাস দিচ্ছে হাওয়া
হঠাৎ এসে ফুল বোঁটায় ,
প্রস্ফুটিত ফুলটি তখন
বাতাসেতে মন লোটায় ।
প্রজাপতির মত আমি
চাইনি তাহার বসতে বুকে ,
রাখতে আমি চেয়েছিলাম
ফুলদানিতে মনের সুখে ।
হাওয়াকে তাই দূত করিয়া
পাঠিয়েছিলাম ফুলের বনে ,
কাণে কাণে বলছে কিছু ?
না কি রেখেছে তা গোপন মনে ?
ফিরে এসে বলল হাওয়া
যেতে আমায় ফুল বাগানে ,
ঝরবে বুঝি অঞ্জলিতে
আমার মনের মুগ্ধ টানে ।
**************