জীব হত্যা চায় কোন্ দেবতা ,ওরে—ও পাষন্ড পূজারীদল !
বলির মানে হত্যা করা ,কোন্ পুরানে আছে বল ?
বলির অর্থ —আত্ম দান , দেবতাকে উৎসর্গ ,
জীবাত্মা রূপ পশুকে কাটিবে শানিত ভক্তি-খড়্গ ।
প্রানীর রক্তে রঞ্জিত করে করো মন্দির অপবিত্র ,
মন্দির মাঝে ফুটিয়া ওঠে বীভৎসতার সে কি চিত্র !
‘উপাসনালয়’ ধর্মের ঘর , পবিত্রতায় হবে উজ্জ্বল ,
অথচ সেখানে ঘৃণ্য দৃশ্যে আঁখি করে শুধু ছলছল ।
যেখানে আসিলে প্রেমের সাগরে ভক্তির বারি থৈ থৈ—
সে ই দেবালয় , তোদের ওখানে অর্ঘ্য সেটুকু কৈ ?
বীভৎসতার আনন্দে মেতে করিতেছ জীব হত্যা ,
ওরে জল্লাদ ! রক্ত পিশাচ ! নাহি মন্দিরে তোর সত্ত্বা ।
ধর্ম মুখোশ পরিধান করে দেবতা করিস ভক্তি ,
হত্যা-যজ্ঞ নীরবে যে দেখে , নাহি তার কোন শক্তি ।
কে করিবে ত্রাণ ,কী ক্ষমতা আছে পাপী ওই দেবতার ?
অভিশাপ দিই দেবতাকে আমি মমতা নাহিক যার ।
ভয়ঙ্করের নিষ্ঠুরতায় মনে নেই সংশয় ?
ওই চেয়ে দেখ রক্তের স্রোত দেবতার পরাজয়—
করছে ঘোষণা কলুষিত মনে ঘৃণ্য ধর্মালয় ,
আত্ম প্রসাদ লাভ করে তাতে দানিতেছ পরিচয় ?
তোদের সাথে তোদের দেবতা ঘৃণ্য পাতকী মূর্তি ,
সম্পাত-বাণী বিফল হবে না , হবেই হবে তার পূর্তি ।
                          —০—