কাব্যের রানী অনামিকা বধূ ,
পদশব্দ শুনি তার ,
হারিয়ে গিয়েছিল কবিতার মাঝে ,
কতদিন হল পার !
উল্টাতে গিয়ে কাব্যখানির
পাতাগুলি একে একে ,
চমকে গেলাম কবিতার মাঝে
হারানো প্রিয়াকে দেখে ।
বুকে টেনে নিয়ে চুমকুরি দিয়ে
জানিয়েছি মোর প্রীতি ,
হারানো কথার আধো আধো ভাষা
জাগরিত হল সব স্মৃতি ।
সোহাগের ভরে শাসনের ছলে
শুনিয়েছিলাম কথা ,
অভিমান করে চলে গিয়েছিল ,
আঘাতে পেয়েছি ব্যথা ।
তবু তার মান চেয়েছি ভাঙাতে ,
ব্যর্থ হয়েছি শত ----,
তবুও তাহাকে ভুলিনি কখনো ,
স্বপনে দেখেছি কত !
তবু তারে আমি বাসিয়াছি ভালো
রাখিয়া হৃদয় কোনে ,
সেও ভালোবেসে লুকিয়ে লুকিয়ে
কবিতার বাণী শোনে ।
সে কথাটা আমি বুঝিতে পারিনি ,
জানতে দেয়নি কভু ,
অনামিকা আজ বলল আমায়—
এখনো ভালোবাসে তবু ।
হারানো নিধিকে পেয়েছি ফিরে
কাব্যের পাতা ভরে ,
সাজিয়েছি আজ প্রেমের অর্ঘ্য
আবার নতুন করে ।
***************