তুমি যদি মুক্তি চাও শেষ বিচারে—
তোমার পথ তুমি খুঁজে নাও ভাই ।
আমার ভাবনা না হয় আমিই ভাবি !
আমি নাস্তিক বলে তোমার কেন হবে গাত্র দাহ ?
আস্তিক বলে যদি তোমায় বিব্রত না করি কখনো !
আমার জন্য তোমায় তলব করিবে কি —
শেষের সে দিন ?
আমার দর্শন নিয়েই আমায় থাকতে দাও ,
তোমার দর্শন তুমি জোর করে
চাপাতে চেয়ো না আমার ’পরে ।
তোমার বিপদে আমি পাশে এসে দাঁড়াই কি না ,
অসময়ের সুযোগ নিয়ে কোনদিন ক্ষতি করি কি না ।
সততার বিচারে মানুষ করো হে বিচার !
ধর্মের পরিচয়ে পরিচিত হয় না মানুষ ।
ধর্মের দীক্ষা নিয়ে ধর্মের কান্ডারী হতে চেয়ো না কো কেউ ।
পথের পথিক হয়ে যাও না এগিয়ে ভাই , ওপাড়ের দিকে !
স্বঘোষিত কান্ডারী তুমি ?
কে ঘোষিল কোন্ অধিকারে ?
তোমার পথ ধরে পায়ে পায়ে হেঁটে হেঁটে যাও না এগিয়ে ,
গন্তব্য স্থলে গিয়ে দেখা হবে তোমাতে আমাতে ,
বিচারের ভার বিচারকের হাতেই থাক ন্যস্ত ,
বিচারকের আসন পেতে চেয়ো না কখনো ।
ওই আসন চাইলে পেতে তুমি হবে বড় অপরাধী ,
কে বাঁচাবে সে বিচারে সেদিন তোমায় !
                 *************