পেশা আমার রাজকর্ম , তাইতো আমি সমাজ সেবি ,
যেখানে যা করি আমি—আদায় করি শ্রমের লেভি ।
রাজনীতিবিদ-শিল্পপতির জমি-পুঁজি নেই প্রয়োজন ,
কর্মীরা পাই মাসোহারা , ভাতা দিচ্ছে এক মহাজন ।
কৃষক ফসল না ই বা পেল ,ছিটে ফোঁটা রাজার প্রসাদ ,
শিক্ষা-দীক্ষার নেই ঝামেলা , তাতে ই বা কী ! নেই অপবাদ ।
কারণ , এটা সরকারী দল , ভালোই আছি তাদের দলে ,
সদাই পকেট ভারি থাকে , আরামে দিন যাচ্ছে চলে ।
পুলিশ মোদের কথায় চলে , তোলাবাজি দিব্যি আছে ,
বিরাট শিল্প রাজনীতিটা , কারখানাটা টাকার গাছে ।
ঝরঝরিয়ে পড়ে টাকা ‘সারদা ’ মায়ের আঁচল থেকে ,
‘ নারদ ’ আছে কত শত , ছুটে আসে মোদের দেখে ।
হাত দিলেই টাকার খনি , এমন দল কি যায় গো ছাড়া !
তাদের পিছে থাকব কেন , যারা শুধু সর্বহারা ?
যা খুশি তাই যাচ্ছি করে , খুন-খারাপি মাফ হয়ে যায় ,
করি যে ভাই সরকারী দল , আমার নাগাল আর কে পায় !
             *********************