পুরাতন সবে নিয়াছে বিদায় নতুনের জয়গানে ,
নতুন এসেছে নব বারতায় দীপালী অনির্বাণে ।
লহ লহ তারে বরণ করিয়া ,
কোলে তুলে লহ দু’হাঁটু গাড়িয়া ,
কী নিয়ে এসেছে ,কী দিবার লাগি খুঁজিও না তার মানে ,
নতুন এসেছে রক্তিম পায় বঙ্গ সন্নিধানে ।

কালো অভিশাপ দিক সে ঘুচিয়ে মন্ত্র শুধিয়ে কানে ,
জীর্ণ-জড়তা দিক না টুটিয়ে হিল্লোল দিয়ে প্রাণে ।
দাও গো বিদায় , দাও দাও সবে—
পুরাতনে , আজ নব উৎসবে
শোভাযাত্রায় মশাল জ্বালিয়ে পুরাতন অবসানে ,
নতুন এসেছে দুলিয়ে দুলিয়ে আঁধার-বন্দী ত্রাণে ।

সুরের বিতানে বাজিছে বিষাণ সাম্যের গানে গানে ,
নবীন ডঙ্কা খুলিয়াছে প্রাণ মিলনের জয়গানে ।
বিভেদের দিন নেই আজ নেই ,
মুকুট পরিয়া নতুন এসেই —
বজ্র হস্তে উড়াবে  নিশান মিলনের অভিযানে ,
নতুন এসেছে নিয়ে সমতান , অসাম্য তিরোধানে ।

মহাশ্মশানের নীরবতাময় মৃত্যুর মহাটানে —
ধিক্ দিয়ে চলো , অমৃতময় জীবনের সন্ধানে ।
মৃত্যুকে কেউ দিও না কো ঠাঁই ,
বিভেদকারীর নাই ক্ষমা নাই ,
প্রয়োজনে করো প্রাণ বিনিময় মানবের কল্যাণে ,
নতুন এসেছে লইয়া বিজয় - মুক্তি মন্ত্র দানে ।  
                         —০—
আজ শুভ নববর্ষে কবিতার আসরের সমস্ত কবি ,
পাঠক পাঠিকা ও কাব্য প্রেমিকদের জানাই শুভ
নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা । নতুন বছর সবার
জন্য বয়ে নিয়ে আসুক হৃদ্যতা , সুখ , শান্তি ও
সমৃদ্ধি । ---------