বঙ্গ থেকে আর একটি বছর
বিদায়ের পথ ধরে—
অন্তিম লগনে রেখে কিছু কথা
দুখময় স্মৃতি স্মরে—
আসিবেনা সে কোন দিন আর
দেবে না কিছুই জানি ,
তবুও স্মৃতির রোমন্থনে
চলে যাবে রীতি মানি’ ।
শেষ বেদনার স্মৃতি রেখে গেল—
অসহায় কিছু প্রাণ —
কালের স্রোতে চলে গেল ভেসে ,
করিল না কেউ ত্রাণ ।
অপরাধী কারা , কাদের ভুলেতে
চলে গেল অসময়ে ,
হয়তো বিচার যদি ও বা হবে
প্রযুক্তির পরাজয়ে ।
বিস্ফোরণে কত সন্ত্রাসী
কত প্রাণ নিল কেড়ে ,
ভুল পথে গিয়ে ভুল করে তারা
নিজেরাও গেল ছেড়ে ।
কোটি কোটি টাকার বিকিকিনিতে
সওদা হচ্ছে তারা ,
তাদের ভুলে পৃথিবীতে আজ
অশান্তির বহে ধারা ।
কর ফাঁকি দিয়ে দেশের সম্পদ
লুঠ করে কোটিপতি —
টাকার লোভে ঠকাচ্ছে মাকে ,
ভাবনায় নেই নতি ।
সব কিছু ফেলে পিছনেতে রেখে
স্বচ্ছ দিনের আশে —
বুক বেঁধে মোরা রইলাম বসে
একে অপরের পাশে ।
উপহার দিও আগামী বছর ,
সুন্দর স্বচ্ছ দিন ,
বিদায় তোমায় বিদায়ী বছর ,
সুখের আশায় সীমাহীন ।
*************