মা ও মোদের মাতৃভূমি স্বর্গ থেকে শ্রেষ্ঠতর ,
তাঁরাই মোদের প্রনম্য , তাঁরাই পূজ্যতর ।
বেহেস্ত বা স্বর্গ সে তো মাতৃ পদতলে —
সন্ত্রাস চালিয়ে যাচ্ছো কেন রসাতলে ?
জন্মভূমির সেবা করা ধর্ম মানুষের ,
সন্ত্রাস ধর্মের পথ ? কোন্ কেতাবের —
শিক্ষা পেয়ে মরছো নিজে স্বর্গ-লোভাতুর !
ওই কিতাবের শিক্ষক যিনি করে দাও দূর ।
মানবতার পথে থেকে জীবের কল্যাণ ,
এক মাত্র হওয়া উচিত ধর্ম-কর্ম-জ্ঞান ।
এটাই স্বর্গের পথ , বেহেস্তের দ্বার ,
ঈশ্বর দিয়েছেন মোদের এই কর্ম-ভার ।
মানুষ মারিয়া করো দেশপ্রেমের কাজ !
কোন্ ওস্তাদ শিখিয়েছে ধরো তারে আজ ।
দেখাক কেতাব খুলে কোন্ ধর্মে আছে —
মানুষ মারিলে কোথায় কার ধর্ম বাঁচে !
পুড়ে ফেল সেই কেতাব-গ্রন্থ যত পাও ,
মানুষের মানবধর্ম বরণ করে নাও ।
আগে মানুষ পরে হিন্দু , মুসলিম , খ্রীষ্টান ,
মানবতা ছাড়া কারো নাহি পরিত্রাণ ।
—০—