হৃৎপিন্ডের রক্ত সঞ্চালন হয়ে গেছে বন্ধ ,
মৃত্যু হয়েছে গণতন্ত্রের ।
শবযাত্রা স্থগিত বলে হয়েছে ঘোষিত ।
সৎকার হবে কি না কোনদিন—
জানা নেই কারো ।
মৃতদেহ রক্ষা করার দায়বদ্ধতায়
নিয়োজিত দেশের হাজারো সেনানি ।
রাজকীয় মর্যাদায় তাকে
রক্ষা করার শপথ নিয়েছে সর্বোচ্চ কমিশন ।
পচা-গলা দেহটা নিয়েও সতর্কতা সীমাহীন ।
তবুও ছোঁ মেরে নিয়ে যেতে চাইছে
অজস্র শিয়াল-শকুন আর এক ঝাঁক কাক ।
সবাই সুযোগের অপেক্ষায় ।
যেন তেন প্রকারে নির্বাচন অতিক্রম করা -ই
পাখির চোখের মত কমিশনের লক্ষ্য ।
নির্বাচন হয়ে গেলে শেষ —
সেনানি চলে যাবে তাদের গন্তব্যে ।
তারপর আবার —
মৃতদেহ নিয়ে শুরু হয়ে যাবে
ভয়াবহ তুলকালাম কান্ড !
—০—