দোহাই ও ভাই , সন্ত্রাসবাদী !
নিজেকে তুমি ধার্মিক ভাবো ! ওরা যে নির্বিবাদী !
খুন-ধর্ষণ-অশান্তি করে কে বলেছে হয় ধর্ম ?
কোন্ কেতাবে লেখা আছে ভাই  , ধর্মটা অপকর্ম !
সারা পৃথিবীকে কে নিয়েছে বলো লীজ ?
বুনিবে কোথায়  ধর্ম নামের বীজ ?
ফলিবে তাতে ধর্ম-ফসল ? কে দিয়েছে লাইসেন্স ?
কোটি কোটি টাকার ব্যবসা চালাতে বসায়েছে ‘ফুল-বেঞ্চ’ !
ওদের তৈরী চক্রব্যুহ , হও সবে সাবধান ,
মারালে একবার ওদিকের তরে পাবে না পরিত্রাণ !
তোমাকে করিলে বলির পাঁঠা ই ,
দুকূল থেকেই হইবে ছাটাই !
ক’টাকার লাগি ধরিয়াছো বাজি অমূল্য জীবনখানি ?
ছেড়ে দাও ভাই , জটিল রাস্তা আর সব হানাহানি ।
মানুষের কাজ মানব ধর্ম , পতাকা বহন শান্তির ,
কামানোর লাগি লেলিয়ে দিচ্ছে তোমায় কুপথে ভ্রান্তির ।
ক্রীতদাস হয়ে জ্বালিও না আর দাবানল !
দু’দিন পরেই বুঝতে পারবে ওদের তৈরী যাঁতাকল ।
যাঁতাকলে চাও মরতে পিষে ?
মানুষের দলে যাও ভাই মিশে ।
এতেই আসিবে জীবনে শান্তি ,
মুছে ফেলো যত বিগত দিনের লালসায় মাখা ভ্রান্তি ।
ভুল শিক্ষায় শিক্ষিত করে তোমাকে দিচ্ছে বলি ,
এত সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে চাও কেন চলি !
                   ****************