মানস মন্দিরে দীপ উঠল জ্বলে
সন্ধ্যার কোন এক শুভ লগনে ,
পবিত্র দীপ-শিখা হাসছে মেদুর
তাকিয়ে ওই দূর নীল গগনে ।
জ্বলিবে সে সারা রাত
সন্ধ্যার আগমন থেকে ,
আচমকা নিবিবে প্রাতে
স্মৃতি চিহ্ন কিছু না রেখে ।
দীপিকার শিখাটুকু বিলীন হলে
মুছে যাবে সব স্মৃতি তার ,
দিবসের সোনা ঝরা আলোক এসে
টুটাবে সে সব অন্ধকার ।
দীপালী আলোর রেখা
ডুবে যায় আবার আঁধারে ,
যাওয়া আর আসা চলে
অবিরাম অনন্তকাল ধরে ।
ব্যাকুলতা দেখে যায়
আগমনে যখন যাহার ,
চলে গেলে তার কথা
কভুও কি মনে পড়ে আর !
মুছে যায় ধীরে ধীরে স্মৃতির পাতা
চোখের আড়ালে গেলে চলে ,
পুড়ে পুড়ে সলিতাটা নিঃশেষ হলে
সে প্রদীপ কখনো কি জ্বলে !
***************