লিখতে হবে বায়না এলো —
মনটা বেসামাল ,
সংসারের এই অক্টোপাসে
জড়িয়ে বেড়া জাল ।
লেখনী মোর অলস-ক্লান্ত ,
এলোমেলো মন অবিশ্রান্ত ,
ফাগুন কেটেছে জীবন যুদ্ধে
ছন্দ হারিয়ে লয়-তাল ।
কাব্যের তরী পথ ভুলে গেছে ,
ভেঙে গেছে তার হাল ।
কর্ম জীবনে দায়িত্ব এসে
ছিনিয়ে নিয়েছে লেখনী ,
নিরলস সেবায় ক্লান্ত হয়েছি
কখনো কখনো প্রমাদ গণি ।
পাইনিকো যশ, মান পাইনি ,
পেয়েছি প্রচুর যাহা চাইনি ,
শুধু চারিদিকে দেখেছি তাকিয়ে
স্বার্থের হীরার খনি ।
ভুলে গেছি শুধু চেনা সেই পথ ,
ভেঙে গেছে মোর লেখনী ।
ইন্ধন দিয়ে করে প্রজ্জ্বলিত
দূর করে অমা-নিশা ,
সীমাহীন পথে আলোক ইশারা
ফিরিয়ে দিলেও চেতনার দিশা ,
চলতে চলতে যদি আসে অবসাদ ,
কর্ণ কুহরে না পশে মহানাদ ,
কে আছে পারবে মোর
বোধন ঘটাতে সেই মনীষা ?
ফিরিয়ে দাও তাহলে তুমি,
ফিরিয়ে দাও সেই তৃষা ।
*****************