প্রেমের আতিথ্য করিয়া গ্রহন হয়ে গেল দেউলিয়া !
অশ্রু জলের স্রোতের ধারায় ছেপেছে রিক্ত হিয়া ।
অশ্রু সাগরে ভাসিতে ভাসিতে হারিয়ে কূলের দিশা
দিগন্তরের টুটি , ধরিয়াছে চেপে কালো ঘোর অমানিশা ।
নদী পারাপারে হাল ভেঙে গেছে , ছিঁড়েছে তরীর পাল ,
বৈরি হাওয়ার বিড়ম্বনায় হাতছানি দেয় মহাকাল ।
প্রতিকূল স্রোতে করিয়া যুদ্ধ কী ভাবে হইবে পার ?
অশ্রু-সাগরে ঢেউয়ের পাহাড় পরাভব নাহি তার ।
আঁখি লোর তারে কৃপা করে তবু করেছে সাগর রচনা ,
নইলে তীক্ষ্ণ পেষণী পিষিত হৃদয়ের প্রতিটি কণা ।
পাষাণের চাপে ফেটে যেত বুক ছিঁড়ে পাঁজরের হাড় ,
কে ডেকে বলছে , ওই শোনা যায়—প্রেম নাহি করো আর !
প্রেমের নাই কো দোষ , ও যে স্বর্গের পারিজাত ফুল ।
অপরাধী হল কালো কুৎসিত কামনা-মথিত ভুল ।
*****************