প্রলয় ঘটাতে ওই যে প্রস্তুত
               বহ্নিশিখার যত ফুলকি ,
রুদ্র তেজে করিবে ধ্বংস ,
               দেখিবে তাহার ফল কী ?

রক্ষক সেজে ভক্ষক ওরা
               নির্লজ্জ বেহায়ার দল !
ভিক্ষাবৃত্তি এর চেয়ে ভালো ,
               টের পাবে এর ফল ।
উঠছে জেগে অগ্রপথিক ,
               জনতার কোলাহল !
শোধরাও নিজেদের সময় এসেছে
               উঠিবে জ্বলিয়া দাবানল ।
প্রলয়ের ঘন্টা মসনদে বাজ
গণদেবতার আদালত মাঝে ,
হুঙ্কার ধ্বনি শোনো দিগন্তে
               রাজনীতির বেনিয়ারা !
হিসাব তোদের দিতেই হবে
               এযে সত্যের অনিবার্য ধারা ।
********************************