**************************************
আমার প্রাণ-প্রিয় পৌত্র সৌম্যদীপ্ত(প্রিন্স)এর
তৃতীয় জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা ও আশীর্বাণী ।
*****************************************
বর্ষ-শেষে এলে হে নতুন সৌম্যদীপ্ত হয়ে ,
সত্য-সুন্দর কালিমা মুক্ত প্রত্যাশার ডালি লয়ে ।
স্নিগ্ধ তনুর অধিকারী হয়ে শান্তির দিশা নিয়ে
এসো হে তিলক , কুল গৌরব , মন্ত্র উচ্চারিয়ে—
সত্যনিষ্ঠ বিশুদ্ধময় জীবনের কান্ডারী ,
অসীম সাগর নির্ভীকতায় সানন্দে দিও পাড়ি ।
মঙ্গল কাজের তরিকা বাহিতে
নিয়োজিত হয়ে জগতের হিতে—
ধন্য করো পার্থিব কাল , মানবিক পারাবারে —
অবগাহনে করিও পূর্ণ জীবনের খেলাগারে ।
অবিনশ্বর জীবনখানি করে তোল শাশ্বত ,
মহামানবিক কর্ম প্রচেষ্টা চালাবেই অবিরত ।
হয়তো তখন থাকব না আমি , চলে যাব ওই পাড়ে ,
আশিস-প্রসূণ থাকবে ছড়ানো চলার পথের ধারে ।
******************************************
রচনা কাল —৩০ মার্চ্চ , ২০১৩ ।
******************************************