ওগো সুচরিতা , কেমন আছো , জানিয়ে পাঠাও লিপিকা ,
আগমনী পথে মোর রয়েছো চেয়ে জ্বালিয়ে মনের দীপিকা?
তোমার দুয়ার দেশে গিয়েছি যে দিন
বেজেছিল হৃদয়েতে সুমধুর বীণ ,
সে সুর কি শুনেছিলে অভিমানিনী ?
ঝঙ্কারে বেজেছিল রিনিঝিনি রিনি !
হৃদয়ে তোমার দেয়নি কি দোলা সেদিন আকুল হয়ে ?
বলো নি আমায় , বুঝেছি তবু দু চোখের বিনিময়ে ।
লজ্জা পেয়ে ফিরিয়ে নিলে তোমার তৃষিত দু চোখ ,
সেদিন থেকে দেখেছি আমি তোমার মনের আলোক ।
উজ্জ্বল ধ্রুব হয়ে হৃদয় আকাশে
জ্বলছো সেদিন থেকে সুমধুর হাসে ,
ভাবছি সদা তোমার কথা নিশি-দিন একা একা ,
মাঝে মাঝে তাই বিনা কারণে দিয়েছি তোমায় দেখা ।
নিয়ত এ মন ছুটে যেতে চায় বিরলে তোমার কাছে ,
বাধা পায় ভেবে , হয়তো কেহ দেখিয়া ফেলিবে পাছে ।
মুখ টিপে টিপে হয়তো হাসিবে , বলিবে ঠাট্টা করে ,
কালিমা রটাবে তোমার নামে সারাটা জীবন ভরে ।
বলিবে কে এসে তোমার কথা গোপনে আমার কাছে ?
কা’কে করি দূত ,সুহৃদ তোমার-আমার কে ই বা আছে ?
যদি লিপি দাও তা হলেই পাই তোমার মনের সমাচার ,
ভয় নেই কিছু , জানিবে না কেহ , মনে মনে হবে অভিসার ।
কোথায় কখন কী ভাবে থাকো , কী ভাবে কাটাও রাত ?
পাঠ্য বইয়ের পাতায় আমার দেখা পাও নির্ঘাত !
বেশ তো তা হোক লিখিও নিশিতে ,
কী সুর বাজে হৃদয় বাঁশিতে ,
ভাবো কী যখন দোয়েল পাখিটি শিস দেয় জানালায় ?
দোহাই তোমার কিছু কিছু লিখে সে কথা জানিও আমায় ।
********************