আসার পথে বাধা আমার অনেক—
আসতে আমায় বললে তুমি সেদিন ,
তবু আসার পথ রয়েছে এক —
সুচরিতা বলবে আমায় যেদিন ।
তোমার কথা করছি না তো হেলা ,
তোমার স্নেহে নেই তো অবহেলা ,
তবু কেন আসতে বাধা , পথের মাঝে কোন সাগরের পাড়ি ?
হয়তো তুমি বলবে আমায় দীর্ঘ নিশ্বাস ছাড়ি ।
এ কথার জবাব দিতে পারব না কো ,
যদি পথের দিকে চেয়েই থাকো ,
আমি তোমায় বলব চুপিসারে —
যতদিনে সুচরিতা আসতে বলবে না রে ,
বলো কেমন করে আসি ?
আশার নির্ঝরেতে ভাসি ।
পরে যদিও যাই ডুবে অতল তলে ,
কেমন করে আসি তবু চলে !
সুচরিতা বলুক আমায় খুলে —
সে আমারে থাকবে না তো ভুলে !
তাহলে তা বলতে ক্ষতি কী !
না ই যদি সে বলে মোরে , কেমন করে আসি বলো দিকি !
নহি অচিন পথের অচিন সহযাত্রী
সুচরিতার ঘরে কাটে কত দিবা-রাত্রি !
এক দিনও সে বলল না আমায় ,
কী করে আজ আসি নিরালায় ?
**************************