দুর্দান্ত নামে একজন রাজা মুখে নেই শালীনতা ,
ভুতের প্রভাবে শক্তিধারী সে দেখায় নিজের ক্ষমতা ।
বিশ্বাস নেই কোনো মানুষে ,ভাবে সব চক্রান্ত ,
আধিভৌতিক শক্তির বলে হয় না কখনো শ্রান্ত ।
স্বপ্ন দেখেও চিৎকার করে , কথা বলে আর শুধু ছোটে ,
সমালোচনাকে গ্রহন করে না , গ্রাহ্য করে না মোটে ।
রীতি-নীতি সব তালা বন্দী করে
স্বেচ্ছাচারের সোজা গলি ধরে
ছুটিয়া চলেছে দুরন্ত গতিতে , লাগাম ধরিবে কে !
কারোর কথায় পাত্তা দেয় না , শুধরাবে তারে কে ?
প্রত্যাশা ছিল কোন একদিন নেমে যাবে ভুত নিশ্চয় ,
মানুষ হিসাবে সম্মান পাবে , পাবে তার পরিচয় ।
খাবি খাচ্ছে যত আম জনতা ভোগে শুধু হতাশায়
হাতের কাছে যা পায় ধরে পড়ে মহা দরিয়ায় ।
ভূ-লুণ্ঠিত কত নারীদের মান ,
আশা ভেঙে গেল হয়ে খান খান ,
ছাত্র-শিক্ষক হয়ে কম্পমান মত্ততা দেখে চমকায় ,
শ্রমজীবীরা আঁধারে ডুবিয়া বাঁচিবারে হাতরায় ।
গোয়েন্দাদের মাথা ঘুরে গেছে ভুতের শক্তি দেখে ,
চিকিৎসকের বিভ্রাট বাধে চিকিৎসাতেও পেকে ।
পুলিশ ব্যস্ত ভুত পাকড়াতে খুঁজে খুঁজে হয়রান ,
সবাই ভাবে কত দিনে তারা ভুত থেকে পাবে ত্রাণ ।
###########