রঙ খেলা আজ রঙ বাহারি
রঙের খেলার সাজ ,
পিচকারি ওই হাতে সবার ,
সবার মাথায় তাজ ।
আবীর ছিল শটির গুড়ো
প্রতিষেধক এই ঋতুর ,
বিজ্ঞানের সেই আশীর্বাদ আজ
আনন্দেরই ভর দুপুর ।
আবীর খেলা নামেই শুধু ,
শুভ হোলির রঙ খেলা ,
সারা বছর প্রতীক্ষাতে
কাটায় সবে খোশ-মেলা ।
রঙের নামে বয়ে যায় যে
প্রেম পীরিতির ভর জোয়ার ,
চেনা মানুষ হয় অচেনা
স্মৃতি নিয়ে শ্যাম-রাধার ।
লাভ অলাভের বালাই নেই আজ
ফূর্তি শুধু দিল-খোলা ,
একটা দিনের আনন্দে সব
হয়ে যায় যে আত্মভোলা ।
*******************************
সমস্ত কবি এবং কবিতা প্রেমীদের
জানাই শুভ হোলির প্রীতি ও শুভেচ্ছা ।
********************************