গানেরসুরে বলছে ডেকে
দোল দিয়ে যায় একটু ফিরে
ধানের ক্ষেতে ছন্নছাড়া
সবুজে। এসো হায় ।
ওই যে দূরে দিলদরিয়ায়
নেচে বেড়ায় ফূর্তিধারা
যেতে যেতে বহায়ে দেয়
তবু যে। সমীরণ,
সন্ধ্যা-পরী গান গেয়ে যায়
মুচকিহেসে ছন্দহারা
চুমকুরি দেয় মন কেড়ে নেয়
আনন্দে। আমরণ।
গল্পকর ফুলের বনে
ভালোবেসে চুপিসারে
হাতধরেনেয় মন্দবাতাস
সানন্দে। বলছে কী?
মুক্তমাঠে হৃদয়বনে
মঞ্চকরে বারেবারে
নৃত্য করার ফুল-কলিরহাস
একতালে । তাইদেখি।
জীবনকাটে মুচকিহেসে
আবেশভরে ফুলেরকলি
মুক্তধরার নোয়ায়মাথা
আগডালে। জোড়করে,
দোল দিয়ে সে রাণীরবেশে
দেয় ঝরিয়ে চলছেবলি—
শুকনো মুকুল আমার পাতা
ভূ-রধূলে, গানধরে।
কোন্আবেশে করছেকলি
মুখ ফিরিয়ে ফুটি ফুটি
বন-রাণী ফুল গন্ধমাখা
যায় ভুলে। বাতাসে,
মুখটিপিয়ে ভোমর-অলি
হাস্য মনে মিলছে জুটি
জড়িয়েধরে ছড়িয়ে পাখা
পল্লবে আকাশে
মুক্তি দিয়ে হাওয়ায় কাঁপে
সবুজবনে থরথরিয়ে
গল্প করে বকুলশাখে
ফল হবে ? মৃদুদোল।
আকাশ থেকে কালের চাপে
তারার ভীড়ে যায় ঝরিয়ে
সন্ধ্যাতারা শুধুই থাকে
ইশারায়— কান্না রোল ।
******************