গল্পের উলঙ্গ রাজা নির্লজ্জ রাস্তায় ,
শতাধিক রাজায় ওরা হয়েছে বিস্তার ।
স্পষ্টবাদী শিশুটিও পাওয়া গেছে খুঁজে —
সঙ্গে আছে দুরন্ত কিছু শিশুদের দল ।
প্রতিবাদী মুষ্টিবদ্ধ হাতে
মূহুর্মূহু স্লোগান ধ্বনিত হচ্ছে দিকে দিকে ।
লম্ব কণ্ঠে কর্ণে কালা দিব্যি আছে নগ্নতার বেশে
কর্ণ কুহরে চায়না রাজারা
প্রবেশ করাতে ধ্বনি ।
নগ্নতার সাথে ওরা উন্মত্ত পিশাচ ,
ষড়যন্ত্রের দোহাই দিয়ে মুখ রক্ষা করছে তাহারা ।
সুযোগের অপেক্ষায় ওরা ওৎ পেতে আছে —
গলা টিপে শিশুদের এক একে করিতে নিধন ।
নগ্ন নির্লজ্জ বধির রাজাদের হাতে
ধর্ষিত হচ্ছে গণতন্ত্র ।
লুণ্ঠিত ধনের পাহাড় গড়িয়া সুউচ্চ —
পাহারার জন্য স্তাবক করিয়া নিয়োগ
ক্ষমতার আসনে তারা অধিষ্ঠিত থেকে
শাসনের কষাঘাতে দমিত করছে জনতাকে ।
শিশুদের কণ্ঠ থেকে তবু ধ্বনিত হয়েই যাবে—
ও রাজারা , কাপড় কোথায় ?
আয়নার সামনে এসে দাঁড়িয়ে দেখো
তোমাদের নগ্নতার সুস্পষ্ট পরিচয়
দেখে যাও নিজের চোখে ।
—০—