সূর্যমুখী , করি স্তুতি তোমার প্রেমের ।
রজকিনী নিবেদিত প্রেম ,
তোমার প্রেমের পূর্ণ সরসীর মাঝে
সে তো মাত্র এক বিন্দু জল ।
সৃষ্টির লগ্ন থেকে তুমি
একাকীত্ব জীবনের প্রতিটি স্তরে
উপনীত থেকে থেকে
প্রিয়তম সান্নিধ্যে তোমার
নিবেদিয়ে সবটুকু প্রেম
আরাধ্য দেবতা রূপে দিয়ে স্বীকৃতি
ব্যর্থ হয়ে হয়ে আজো তুমি হওনিকো ক্লান্ত ।
পরবর্তী হিম যুগের কুহেলিকা ঝড়ে
প্রেমের জীবনখানি হলে অবসান ,
নতুন সভ্যতা সৃষ্টির সূচনা লগনে
আবার দাঁড়াবে তুমি
নব সৃষ্টির মহোল্লাসে
স্বাগত জানাতে দেবতাকে ।
যুগে যুগে বারে বারে
উপেক্ষিতা হয়েছ নিয়ত ,
তবু তুমি হওনি নিরাশ ।
নবোদ্যম সঞ্চারিয়ে গতিময় আশা-লতিকাটি
লভিতে চেয়েছে বেয়ে বেয়ে
আকাশর ছাতে ওই
অধিষ্ঠিত প্রিয়তমে তব ।
জানি না কতটা যুগ যাবে পরপারে—
কত রজকিনী , কত চন্ডীদাস
ঝরে যাবে তোমার ছায়ায় ।
তবু তুমি হবে না নিরত ,
স্তব্ধ কভু হবে নাকো বুননের কাল
শাশ্বত এ কামনার জাল ।
           —০—