দুর্যোগের কালো ঘনঘটা কালে এসো মোরা করি পণ—
রুখিব তাদেরে , যারা দুর্বলে করে নিপীড়ন ।
চূর্ণ করিব তাহাদের শির
আমরা বাঙালী বাংলার বীর ।
মরিবে কেন অনাহারে ভুখা , করিবে কেন অনশন ?
উদ্ধারিব সর্বহারার কেড়ে নেওয়া সব ধন ।
বাস্তুভিটা হারিয়ে নিঃস্ব ফুটপাতে পড়ে আছে ,
তাদেরে মোরা লইব সাথে ডাকিয়া নিবিড় কাছে ।
আঘাত হানিয়া প্রাসাদ ভাঙিব ,
প্রয়োজনে মোরা রক্তে রাঙিব ,
ধ্বংস করিব তাদের ভিটায় যারা ইমারৎ গড়িয়াছে ,
ফিরিব না মোরা , রুখিয়া দাঁড়াব সর্বহারার পাছে ।
ওগো ক্রন্দসী , কাঁদিও না আর , অশ্রু মুছিয়া চাও ।
তোমার পুত্র মরেছে মরুক ! হাতিয়ার তুলে নাও ।
আছে যারা বেঁচে তাদের লাগিয়া
শোক তাপ ভুলে ওঠোরে জাগিয়া ,
ওষুধ-পথ্য , হারানো ধনের হিসাব বুঝিয়া চাও ,
না দিলে হিসাব অত্যাচারীর ঘাড়টি মটকে দাও ।
গাছের তলার , পুলের নীচের আশ্রিত জনতারা ,
আসো রাজপথে প্রতিশোধ নিতে মুছিয়া অশ্রুধারা ।
জালিয়াত যত টেনে বের করো
মানুষ খেঁকোর টুটি চেপে ধরো
রক্ত পিয়াসী রাক্ষসদের বিনাশ করিবে কারা ?
আর কেউ নয় শুধুই আমরা রিক্ত নিঃস্ব যারা ।
************