শ্রাবণের সেদিনের স্মৃতি পড়ে মনে
বারবার , নিঃসঙ্গ আমি খোলা বাতায়নে
বসেছিলাম একলাই , অদূরে বরষায়—
ভেসে যায় লিপিখানি একটা পাতায় ।
অপলকে চেয়ে থাকি একাগ্র নয়ানে
আনমনে সেই দিকে লিপিকার পানে ।
‘প্রতিলিপি পাঠিয়ে দিও ’ বরষার ফোটা
বলছে শুনে , মন হল ফুল ঝরা বোঁটা !
ছলছল করে চোখ দেখে সেই লেখা ,
লিখেছিল মোরে— ‘শুধু একবার দেখা ! ’
হারিয়েছে সে লেখিকা চিরদিন তরে
ধিকিধিকি মন তাই কেমন করে !
সে কথা ভাবিলে আজ বারবার মনে
ভেসে  ওঠে কত স্মৃতি বুঝাই কেমনে !
               ************