ওই ডুবে গেল ওই সোনাঝরা সূর্য ,
কাকলিত বাঁশঝাড়ে শুরু হল তূর্য ।
কলসীর জল নাচে হেঁটে চলা ছন্দে ,
পথের দোলনচাঁপা বিলিয়ে সুগন্ধে—
জানায় স্বাগত ওই চলন্ত বধূকে ।
ছড়াল পৃথিবী জুড়ে শান্তির যাদু কে ?
স্ব-নীড় সমীপে যায় উড়ন্ত পাখিরা ,
সুচিত্র রেখাটি এঁকে অগণিত সাথীরা ।
গোধূলির অবসানে আলো নিমীলন—
গুণ্ঠিত বধূ বেশে চোখে অঞ্জন ।
এঁকেছে শিল্পী নিজে তার তুলিকায় ,
কপালেতে টিপ এঁকে দিল সন্ধ্যায় ।
মন্থর হয়ে এল যত কোলাহল ,
রজনী দিনের সাথে করে কুতূহল ।
— ০ —