মানুষ হয়ে জন্ম লয়ে ধর্ম নিয়ে হলে পাগল !
খোলা মনটা কেন তুমি বন্ধ করলে দিয়ে আগল ?
ভেবে দেখো সবাই মানুষ , ধর্ম-বোধটা কে শেখাল ?
সঠিক পথের রাস্তা জানে , যে তোমাকে পথ দেখাল ?
নিজেই খোঁজ পথের দিশা , মনকে তুমি প্রশ্ন করো ।
কলের পুতুল হয়ে কেন , তার পতাকা তুমি ধরো ?
ধর্ম নহে মানুষ বড় , শান্তি রাখার অনুশাসন ,
অনুশাসন বড় হলে মানুষেরই অবনমন ।
মানুষেরই তৈরী করা , ব্যক্তি ভেদে বিভিন্ন তাই ,
অনুশাসন বড় নহে ,বড় আমরা মানুষ সবাই ।
মানুষেরই জন্যে ধর্ম , ধর্মের জন্য মানুষ নহে ,
ধর্মের জন্যে পাগল হলে ব্যথার ধারা মনে বহে ।
খুন-খারাপি , আত্মহনন ছেড়ে বলো মানুষ বড় ,
জয়গানে কণ্ঠ মিলাও ,মানুষেরই হাতটা ধর ।
************