সন্ধ্যা যদি যায় চলিয়া
          আজকে বিদায় নিয়ে ,
আমায় কাজের ভীড়ে ব্যস্ত রেখে
          অবসর না দিয়ে ।
রাত্রি যদি এসেই পড়ে
          অন্ধকারের মাঝে ,
সন্ধ্যা তারা পালিয়ে গেলে    
          গোপন মনের লাজে ,
রাতটা না হয় কাটিয়ে দেব
          দিনের প্রতীক্ষায় ,
দিনের বেলা থাকব ডুবে
          কাজের ব্যস্ততায় ।
দিনের পরে আসবেই সাঁঝ
          শান্ত কোমল মনে ,
পান্ডুলিপি বসব নিয়ে
          সান্ধ্য সেই লগনে ।
বাজবে কাঁসর-ঘন্টা-নূপুর
          মুয়াজ্জিনের ধ্বনি ,
কুতূহলের ঢেউ খেলিবে
          সানন্দে অবনি ।
        —০—০—