হে চির নবীন মোর পরিচিত পান্থ !
চলতে চলতে পথ হয়ে গেছি শ্রান্ত ।
দাঁড়াও হাতটা ধরো
ক্লান্তি লাঘব করো
মোরে সাথে লয়ে চলো হয়ে সদা শান্ত ।
হে আমার জীবনের চির নব পান্থ !
এসো না অতিথি হয়ে এই জীবনে ,
একই সাথে চলব ভেবেছি মনে ।
ফেলে তুমি যাবে না তো ?
(তবে) হৃদি-অঞ্জলি পাতো ,
ঢেলে দিই অমিয় সুধা হৃদয় হতে ,
যেয়ো না আমায় ফেলে দাঁড়াও পথে ।
যে পথে এসেছো আর যেথায় যাবে ,
চির দিন পাশে পাশে আমায় পাবে ।
এক সাথে চলো ধীরে ,
স্বপ্নীল জীবন ঘিরে ,
তুলে ফেলে দেব যত কণ্টক যত ,
ভয় কি হলাম না হয় জীবনে আহত !
—০—০—০—