দিবসের অবসানে সন্ধ্যা ঘনায় ,
স্নিগ্ধ হলেও তার কিছু আসে যায় ?
খরতপ্ত দ্বিপ্রহর
দহে রুদ্ধ অন্তর
সারা দিন ডাকিলে তবু আসে না তো হায় !
কী হবে যতই থাক মাধুরী সন্ধ্যায় !
ফুলকি ছুটায় শুধু ঝাঁ ঝাঁ করে রোদ ,
তখন কি রাখে সাঁঝ দিবা অনুরোধ ?
এসো সাঁঝ এসো ধীরে
এসো মোর মন্দিরে ,
ডাকিলে না আসে যদি মানে কি প্রবোধ ?
(তবু) নিবেদন করে প্রেম , দিবস অবোধ !
তপ্ত হাওয়া শুধু লাগে অন্তরে ,
সাঁঝের পরশ লাগি ভাবিয়া মরে ।
তবুও পায় না সাড়া
কাঁদে মন সাথী হারা ,
তবু চেয়ে থাকে সারা দিনটি ঘিরে ,
জানে সে দাঁড়াবে গিয়ে নিরাশার তীরে ।
ফুলের কোরক হাসে মধু সন্ধ্যায় ,
তখন ভুবন হতে দিন চলে যায় ।
বিদায়ের গান গেয়ে
পশ্চিম দিগন্ত বেয়ে
চলে যায় ম্লান মুখে সাঁঝের ছায়ায় ,
(তখন) উল্লাসে আসে সাঁঝ হাসির ছটায় ।
*************