দুঃসহ দিবসে তুমি সন্ধ্যা হয়ে এলে ,
শান্তির বারতা তুমি কোথায় খুঁজে পেলে ?
তাকিয়েছিলাম তোমার দিকে
তোমার নামে কাব্য লিখে
পান্ডুলিপি খানি
তোমার কাছে আনি
দিলাম তোমার হাতে ,
বুঝতে যদি পারো , দেখো—লুকিয়ে আছে তাতে
আমার মনের ভাষা , আমার জীবন খানি
পড়বে কি না জানি ,
পান্ডুলিপিখানি ।
ছিনিয়ে কেহ নেয় না যেন , কেউ নাহি নেয় কেড়ে ,
কাব্যতে মোর জীবনখানি জড়িয়ে আছে রে !
পান্ডুলিপির প্রতি পাতায়
পবিত্রতার দীপ জ্বলে যায় ,
দেখবে তুমি পড়ে ?
রেখো যতন করে
তোমার মনের আলমারিতে
চুপিসারে কেউ যদি চায় সেখান থেকে কেড়ে নিতে ,
তাড়াতাড়ি জানিও মোরে ওগো কাব্য- রানী ,
তোমার কাছে আসব চলে , সেই কথাটা মানি
পড়ে দেখো পান্ডুলিপিখানি ।
*********