তোমরা আমায় মনের সুখে পুষছো খাঁচায় বন্দী করে ,
আমি কাটাই কত দুখে ভাবছো কি হায় বারেক তরে ?
দিচ্ছো খাবার সকাল সাঁঝে চার দেওয়ালের মাঝখানেতে ,
খোঁজ রাখো , কি ব্যথা বাজে আমার মনের অলিন্দেতে ?
হয়তো ভাবো সুখে আছি , বুঝতে পারো মনের ব্যথা ?
মরতে মরতে শুধুই বাঁচি শুনবে আরো ব্যথার কথা ?
বাবা মাকে হারিয়ে আমি হেথায় থাকি তোমার দয়ায় ,
তোমার খাঁচা অনেক দামী এই দেমাকি ভাবায় আমায় ।
বিনা দোষে বন্দী খানায় তোমার যারা খাটছে সাজা —
তাদের দুখে দুঃখ মানায় এই বেচারা যাচ্ছে তা যা !
বুদ্ধিজীবী তোমরা মানুষ কাজের কাজে শুধুই ফাঁকি ,
আমার বেলায় তোমরা বেহুশ বোঝোই না যে কেমন থাকি ।
তোমরা ভাবো শেখাও কথা শুনাই বুঝি আনন্দেতে ,
বন্দী দশায় বাজে ব্যথা পথ খুঁজি তাই মুক্তি পেতে ।
স্বাধীনতার মানে বোঝো ? তা হলে আর বাঁধতে আমায় ?
আমার ব্যথা একটু খোঁজো বন্দী দশার এ যন্ত্রণায়।
তাহলেই তোমরা হবে স্বাধীনচেতা মানুষ মহান ,
আমিও পাবো মুক্তি তবে তোমরা যে তা করলে বিধান ।
############