সন্ধ্যার আগমনে ফুটিল মাধবী ,
সুপবিত্র সুন্দর দেখিতে পেলাম ,
মাধবীর ডাক আমি শুনিয়াছিলাম —
‘সুন্দরের পূজারী তুমি এসো হে কবি ।’
সাড়া দিয়ে গিয়েছিলাম আমন্ত্রণে ,
মাধবী ঝাড়ের ঠিক সন্নিকটে ,
সন্ধ্যার শান্ত আবেশ হৃদয়পটে
উঠিল ভাসিয়া অতি সংগোপনে ।
সন্তর্পণে তাই দাঁড়িয়ে গেলাম ,
বলল তখন আমায় সুগন্ধী মাধবী—
‘অঞ্জলি পেতে মোরে লহ হে কবি !’
সকরুণ আবেদন শুনতে পেলাম ।
বলেছি তখন তারে —‘হে মানসী ফুল ,
দেবতার অর্ঘ্য ভেবে থাকো কিছু কাল ,
সন্ধ্যায় ছিঁড়িলে তুমি হবে জঞ্জাল ,
ভাবাবেগে কেন তুমি হয়ে যাবে ভুল !
রজনী পোহালে দেখো প্রভাত বেলা—
যে আসিবে ডালি হাতে লহিতে তোমায়
ফিরায়ে দিও না তাকে নীরবে হেলায় ,
হৃদয় সায়রে তার ভাসিও ভেলা । ’
***********