সমকালীন সাহিত্য-কাব্য , ভিন্ন কিছু নয় ,
ধর্মগ্রন্থে অভিষিক্ত অজ্ঞতারই পরিচয় ।
জ্ঞানগর্ভ তাত্ত্বিকতা সবই আছে বটে ,
দার্শনিক , বৈজ্ঞানিক তথ্য ভাষা-চিত্রপটে ।
জীবনধারার নীতি আছে আরো আছে মানবিক বোধ ,
অন্যায়ের বিরুদ্ধে আছে নিঃশর্ত সংগ্রাম আর আছে মহাপ্রতিরোধ ।
নবরসে অভিষিক্ত রসসিক্ত সব মহাকাব্য
সুললিত ছন্দে গাঁথা সুপাঠ্য সুশ্রাব্য ।
অষ্টাদশ পুরাণ আর বেদান্ত , নাটক ,
জ্ঞানভান্ডার উপনিষদের অল্পই পাঠক ।
রূপক আকরে ভরা , ব্যাখ্যায় হয় ভেদাভেদ ,
সঠিক ব্যাখ্যা হলে থাকে না তো কোন মতভেদ ।
নৈসর্গিক সৃষ্টি-স্থিতি-পালন-প্রলয়
রহস্য করেছে ভেদ প্রতিটি বিষয় ।
সনাতন পুরাণে পূর্ণ জ্ঞানের খনি ,
রূপকথা-কল্পগাথা সবটাতেই ধনী ।
মহাকব্যের নায়কদের আখ্যা দিয়ে ভগবান —
ধর্ম নিয়ে বাড়াবাড়ি , মানুষেরই অপমান ।
                **********