ভাবগম্ভীর পরিবেশে নগ্ন পায়ে মৌন মিছিল ,
শহীদ বেদির পাদদেশে মাল্যদানে হয়ে সামিল ,
পুষ্পগুচ্ছে শ্রদ্ধার্ঘ্য আর সাড়ম্বরে সভা করে
আবেগঘন স্মৃতিচারণ অমর একুশ শ্রদ্ধাভরে ,
এভাবেই চলে আসছে প্রথা মোদের চিরন্তন ।
এখন যেন মনে হয় অভিনয়ের অভিভাষণ —
যখন দেখি অবহেলা অহরহ মাতৃভাষায় ,
রফিক-শফিক-সালামদের চোখে যখন জল দেখা যায় ।
আন্দোলনের ফসল ওঁদের কাঁদে ওঁরা চির অমর
দু’হাত ভরে তুলে নিচ্ছি ওঁদের পায়ে দিয়ে নিগড় ।
মায়ের ভাষায় লজ্জা লাগে , পরের ভাষায় গর্ব বোধ !
জেগে ওঠো গড়ে তোলো আত্মরক্ষা প্রতিরোধ ।
নইলে যাব হারিয়ে মোরা যাবে মুছে এই ভাষা
বরকতেরা দুঃখ পাবে ফিরে আসবে নিরাশা ।
                  ************