জাগো হে রুদ্র , জাগো হে ভয়াল ,
                    জাগো হে ভয়ঙ্কর !
চূর্ণিত  হোক অন্যায় যত
                    ভেঙে যাক দুস্তর ।
আসুক ঝটিকা , পড়ুক বজ্র
                    পুড়ে যাক ব্যভিচার ।
কোথা নিষ্ঠুর , অন্যায়-দ্রোহী ,
                    ছাড়ো ঘোর হুঙ্কার !
কোথায় প্রলয় , কোথা বিভীষিকা ,
                    কোথা নির্দয় প্রাণহীন !
পাঠাও তোমার রুদ্রানী জায়া
                    বাঁচাও পীড়িত দীন ।
প্রকৃতি হতে এসো হে শক্তি
                    খড়্গ-কৃপাণ হাতে !
রক্ত শোষক নর ঘাতীদের
                    বিধ্বংস করো ঘাতে ।
কুবের পুরীর প্রস্তর ভাঙি
                    নিস্তার করো নিঃস্ব ,
ছিনিয়ে আনো রাহু গ্রাস থেকে
                    অসহায় এই বিশ্ব ।
সর্বহারার মুছে আঁখি জল
                    ফুটাও একটু হাসি ,
কৃপা চাহি না , চাই সুবিচার
                    মোরা শান্তির প্রয়াসী ।
                 ********