অতি সাধারণা শুভ্রা বেশিনী
শুভ্রা বসনে ভূষিতা হে যুথিকা !
স্নিগ্ধ দু’চোখে বলিতেছ কী কথা
চুপচাপ চাটাইর মাচায় ?
মিষ্টি সুবাসে তোমার প্রাণেতে অমিয়ধারা
বয়ে যায় প্রীত আগন্তুকের ।
নিরাভরণ তুমি নেই কোনো ভূষণের
ন্যুন আড়ম্বর ।
বিলাও সুগন্ধ তুমি
নেই তবু অহমিকার এতটুকু ছাপ ।
কি সুন্দর ! কি মিষ্টি !
কত তৃপ্তিময় তোমার জীবন !
হয়তো কখনো কেউ
তাকায় না তোমার দিকে ,
আমার এ মন তবু হয়েছে ব্যাকুল
পবিত্র তোমার পাঁপড়ির পরশ লাগি ।
তোমার কোমল গায় রূঢ় হাত দিতে
বিবেক দংশনে তাই থাকি ম্রিয়মাণ ।
              ***********