এ কোন্ আবেশে সাড়া দিল ফাল্গুন !
ফুল বনে তাড়াহুড়া গুন্ গুন্ গুন্ ।
গুঞ্জন করে অলি ,
শীত তো যাচ্ছে চলি ,
ওই নীল আকাশটা মুক্ত বরুণ ,
মধুর বসন্ত নিয়ে এলো ফাল্গুন ।
নতুন বসনে তরু ব্যাকুলিত আজি ,
নগ্ন শরীরে ওঠে লজ্জাটা বাজি ।
নতুন জীবন নিয়ে
ওঠে মন শিহরিয়ে ,
উঁকি দিয়ে চেয়ে দেখে নতুন অরুণ ।
সবুজ বসন্ত নিয়ে এলো ফাল্গুন ।
কুসুম কোরক সবে মুচকি হেসে
সুপ্ত হৃদয় খানি উঠল ভেসে ,
ভোমরের পরশেতে
উঠেছে খুশীতে মেতে ,
আনন্দে মুখরিত যা ছিল করুণ ,
হাসির বসন্ত নিয়ে এলো ফাল্গুন ।
জাগরণ এলো বুঝি সবার প্রাণে ,
ভ্রমর উতলা হল মানসীর টানে ,
তাইতো সে ছুটে গেল ,
তাকেই সে খুঁজে পেল ,
আনন্দে উঠল গেয়ে গুন্ গুন্ গুন্ ।
চপল বসন্ত নিয়ে এলো ফাল্গুন ।
প্রণয়েতে ভরে গেল সবার জীবন ,
পাইনা কোথাও খুঁজে একটু বিজন ।
যেখানে একটু ছিল
আনন্দে ভরিয়া দিল
গল্পের আসরেতে মাতিয়ে তরুণ ,
মুখর বসন্ত নিয়ে এলো ফাল্গুন ।
মনের দুয়ার খুলে দেখছো কি চেয়ে ?
চেয়ে দেখি গেছে সব নতুনেতে ছেয়ে ।
বাগানে নতুন ফুল
কি বিচিত্র ! অলিকুল
খুশীর বাণের তোড়ে হেসে সবে খুন ।
নতুন বসন্ত নিয়ে এলো ফাল্গুন ।
ভেদাভেদ থাক আজ হাত মিলিয়ে ,
নীলিমার ওই পাড়ে যাব পালিয়ে ।
কাঁদবে না কেউ তথা
ভুলে গিয়ে দুখ ব্যথা
হৃদয়-কৃষ্ণচূড়ায় লাগিয়ে আগুণ ।
মানস বসন্ত নিয়ে এল ফাল্গুন ।
নতুন আবেশ মাখা এ হৃদয় ভরে
যৌবন সায়রে হৃদি-তরণীটি ধরে
চলে গিয়ে বহু দূরে
বারেক আসিয়া ঘুরে
খেলাঘরে সাজাইয়া প্রেমের প্রসূন ,
ফুলের বাসর নিয়ে এলো ফাল্গুন ।
(সাহিত্য সঞ্চয়নে প্রকাশিত)
#########