(১)
শীতের জড়তা চায় লহিতে বিদায় ।
কুহেলী চাদরখানি সরে গেছে প্রায় ।।
কিশলয় ফুটি ফুটি
অসারতা গেছে টুটি
মলয়জ সমীরণ উৎসুক হায় ।।
হিমেল পরশে যারা সুপ্ত ছিল ,
উন্মুখ হয়ে তারা ভরসা দিল ।
আসিয়াছে জাগরণ
চারিদিকে শিহরণ
জাগিয়া উঠেছে ধরা বাণী অর্চ্চনায় ।।
(২)
বাক্ দেবী বীণাপাণি , তোমার ব্রতে
মিলিয়াছি হেথা মোরা আজ ।
মৃন্ময়ী মা তুমি চিন্ময়ী হয়ে
রচিত এ বেদিতে করো হে বিরাজ ।।
বাচন শক্তি সে যে তুমিই বাণী ,
শিল্পী সুলভ গুণ তোমাতে মানি ।
বিদ্যা-শক্তি এসো , এসো হে
আশিসে ধন্য করো মানব সমাজ ।।
যুদ্ধের দামামা দাও ঘুচিয়ে
লেখনী অস্ত্রটা ধরো উঁচিয়ে
যুদ্ধ ক্ষেত্র হোক বইয়ের পাতা
মসির দোয়াতে হোক মাদকতা আজ ।।
রাজহংসের মত ত্যাজিয়া বারি
দুধটুকু যেন মোরা পিয়াতে পারি ।
মোদের করো গো তুমি তোমার বাহন—
দিব্য শক্তিধারী হংসের রাজ ।।
( সংক্ষিপ্ত )
**********