ওগো ঝর্ণাধারা , চলেছিলে তুমি
ওই দূর বনানি , মাঠ পেরিয়ে ,
প্রান্তর , বন-ছায়া , দিগন্ত হয়ে হারা
দৃষ্টি থামিয়ে দিলে পথ হারিয়ে ।
সেই কবে করেছিলে যাত্রা শুরু
কোন্ সে অতীত প্রভাতে !
সন্ধ্যায় হল শেষ তোমার চলা ,
চলার পথে কেউ ছিল না সাথে ।
সন্ধ্যার আবছায়ে দেখেছি তোমায় ,
প্রদীপ জ্বালিয়ে মনে সেদিন সাঁঝে ,
সেই বেলা শেষে গতি থামিয়ে
কাটালে অনেক কাল কথার মাঝে ।
কত কথা বলেছিলে তবু কথা রয়ে গেল ,
বনানীর সাথে তাই মিতালী করে
বলে বলে ভুলছিলে তপ্ত গাথা ,
স্তব্ধ হয়েছো তুমি ক্ষণিক তরে ।
আবার করেছো তুমি যাত্রা শুরু ,
চলিয়াছো গতিপথ ঘুরিয়ে দিয়ে ,
বনানী না শুনিলে , না-বলা সে কথা ,
পড়ে রবে সেথা তুমি বেদনা নিয়ে ।
সান্ত্বনা দিয়ে যেয়ো বন-বিতানে
কি করে সে কাটাইবে তিমির-আঁধার ?
ক্ষমা করে যেয়ো তার বিচ্যুতি গুলো ,
তোমার যাত্রা হোক সফলতার ।
রচনাকাল—২৫শে শ্রাবণ ,
১৩৮৫ বঙ্গাব্দ ।
########