পাখি ডাকা প্রত্যূষের অপরূপ রূপ
দেখিলাম ঊষাকালে দু’চোখ ভরে
ফাগুনের আগমনী শুভ এ লগনে ।
তিমিরের আচ্ছাদন সরিয়ে সরিয়ে
হঠাৎ সূচনা হল আলোর ইশারা ।
পাখিদের প্রতীক্ষা লগ্ন অতিক্রান্ত হয়নি এখনো ,
কলরবে মুখরিত নীরব নিসর্গ ।
ডুমুরের পাতার নীচে দোয়েল এখনো বসে ,
গাঙুর হয়তো নেই সমুখে আমার
তবু স্মরি প্রিয় কবি জীবনানন্দ ।
জানালায় দোয়েলের সুমধুর শিস আছে
নদীর চরা আর আম-জাম-অশত্থ-বট ,
কাঁঠাল ও শটিবন সবই আছে আজো ,
বেহুলাও আছে মনের সুপ্ত কোঠায়
আরো আছে পুরাণের বিবর্ণ পাতায় ।
অন্ধকারে জেগে ওঠা প্রভাতের রূপ
বাংলার পল্লীগাঁয়ে আজো তা অম্লান ।
যুগান্ত পেরিয়ে গিয়ে
নতুন যুগেও
রবে চির বন্দিত পাখি ডাকা ভোর ।
***********