আর কি আসিবে সেদিন—
ঝরা হিজলের পাল তোলা নায়ে
টলটলে সদ্য স্রোতের জোয়ারের জলে
ছায়াঘন প্লাবিত উন্মুক্ত প্রান্তরের
সীমা বিতানে—
মলয়জ সমীরের সাগর তীরে
অলস দীঘল দিনের লুকোচুরিতে
হারিয়ে ফেলেছি নিজেকে যেদিন ।

স্বচ্ছ জলের শীতল পরশে
মায়ের চরণামৃতের পরিতৃপ্ত স্বাদে
ব্যকূুলিত মনে
সবুজের সমারোহে
দখিনা হাওয়ার অপূর্ব শিহরণে
উত্তরীয়র শয্যায় গা এলিয়ে
অলক্ষ্যে —
তুচ্ছ তবুও আনমনা হয়েছি যেদিন ।

অপরাহ্নের বেলাভূমে দাঁড়িয়ে
সুখ-স্মৃতি রোমন্থনে
কেঁপে কেঁপে ওঠা মনের তন্ত্রীগুলি
ছিঁড়ে যেতে চায় বারবার ।
হারিয়ে যাওয়া মায়ের অস্পষ্ট ছোঁয়া
ভারি হয়ে ওঠে আজ হৃদয়ের আঙিনায় ।
না পাওয়ার যাতনা ছাপিয়ে যাচ্ছে
পেয়ে হারানোর অব্যক্ত বেদনায় ।
              ************