সাত্বিকার দর্শনে চিরতরে হারিয়ে যাওয়া
শিশুকন্যা দীপশিখার স্মৃতিচারণে লেখা ]

সন্ধ্যাকাশের নীল বক্ষ নিঃসঙ্গ করে
উদয়ের ক’দিন  যেতে না যেতেই
গিয়েছিল হারিয়ে এক ছোট্ট নক্ষত্র ।
বহু ছায়াপথ , নক্ষত্র জগত
তন্ন তন্ন করে খুঁজেছি
সন্ধানী দু’চোখ খুলে রেখেছি সর্বত্র ।
এতদিন ধরে ঢেকে রেখেছিল
ধূমায়িত মেঘের গাঢ় আস্তরণ
সন্ধ্যার সেই নীলাকাশ খানি ।
ছিল না বসন্ত , ছিল না শরত ,
বরষার অবিশ্রান্ত ধারাপাতে শুধু
ভেসে যেত শ্যামলিমা সবুজ বনানি ।
বসন্তের আগমনে হঠাৎ সেদিন—
খুঁজে পেল সে সেই হারিয়ে যাওয়া
অবিকল অবিচল সেই হাসি মুখ ।
হৃদয়ের প্রতি পরতে পরতে
মৃদু ছন্দে দোল দিয়ে গেল
তৃপ্তির সুধা মাখা অনাবিল সুখ ।
সন্ধ্যার নীলাকাশ আজি
আমারও ভুবন খানি জুড়ে
নেই স্বাতি , অরুন্ধতি অথবা কৃত্তিকা ,
জ্বল জ্বল  করে সেথা
সমস্ত আকাশ জুড়ে
শুধু মাত্র উজ্জ্বল-প্রদীপ্ত সাত্বিকা ।
              ***********