সন্ধ্যাকাশে ভাসমান মেঘের মেলায়
উজ্জ্বল তারাটি বুঝি  লাজে সরে যায় ,
ফিক করে হেসে ফেলে সুযোগ বুঝে
আবার হারিয়ে যায় পাইনা খুঁজে ।
উঁকি মারে বাতায়নে
মাঝে মাঝে আনমনে
আবার হারিয়ে যায় জানি না কোথায় ,
কোন্ দূরে কোন্ দেশে আপনি হারায় !

লুকোচুরি খেলে বুঝি মেঘের সাথে ,
(মোর) হিংসের বহ্নিশিখা হৃদয় পাতে ।
আমি যে আকাশ হলে আড়ি পাতিতাম,
তারার ভুবনে গিয়ে আমি খেলিতাম ।
মেঘের আড়ালে থেকে
নিজেকে লুকিয়ে রেখে
চোখ ভরে দেখিতাম , তা হলে তাতেই
আঁখি-তৃষা মিটে যেত আপনাতেই ।

মনের পিয়াসা মোর করে হাহাকার ,
আকাশ হইতে চাই তাই অনিবার ।
তাহলে আমার বুকে তারার খেলা
ক্লান্ত দিনের পরে সন্ধ্যা বেলা
চলবে নিতুই - রোজ ,
রাখিবে কে ই বা খোঁজ !
হতে চাই আমি যে প্রিয় সন্ধ্যা তারার
তাইতো আকাশ হতে চাই অনিবার ।
              
রচনাকাল—৫,কর্ত্তিক ,১৩৮৩ বঙ্গাব্দ ।
              #########