টুম্পা-মৌসুমী , তোমরাই কামদুনি , তোমাদের হাজার সেলাম !
লেখনীতে তোমাদের কর-পল্লবে একগুচ্ছ পুষ্পস্তবক পাঠিয়ে দিলাম ।
অঞ্জলি ভরে নাও এত দূর হতে ছোট এই উপহার ,
মোর কাছে এর বেশী আর কিছু নেই সম্ভার ।
তেজস্বী নারীর প্রতীক দিকে দিকে জ্বলন্ত প্রমান ,
অন্যায়-দ্রোহী থেকে আরো বেশী হও আগুয়ান ।
জনতা পিছনে আছে , তোমরা শুধু একাকিনী নও ,
নারী-শক্তি জাগিয়ে আরো আরো বেশী বেশী সোচ্চার হও ।
অন্যায়ের বিরুদ্ধে যেদিন নারী-শক্তি হবে জাগরিত ,
সধিত হইবে সেদিন পরিপূর্ণ জগতের হিত ।
যাত্রা নয়কো শেষ আরো হোক সুচারু মন্ডিত ,
লাগাতার চলুক যাত্রা , এটা যেন না হয় খন্ডিত ।
ঐক্যবদ্ধ নারী-শক্তির উত্তোলিত মুষ্টি বদ্ধ হাত ,
ঝড়-ঝঞ্ঝা বাধা এলে হানতে হবে দৃঢ় প্রতিঘাত ।
                  ############