তোমার ধর্মপথে লালায়িত সুখ
আর রোজগারের বহমান ঝর্ণাধারা ?
ক্ষমা করো , আমি তোমার সহযাত্রী নই ।
মানবতা যদি হয় পাথেয় তোমার ,
সঙ্গী শুধু নই —
বন্ধুত্বের হাত প্রসারিত হবে তব করপুটে ।
তোমার  মহতী অনুষ্ঠানে যত হোক—
দেবতার নাম সংকীর্তন ,
অনিন্দিত , স্বীকার করি অকপটে ,
খাঁটি ধর্ম বলে আমি করি না স্বীকার ।
লোক সংস্কৃতির ওটা শুধুই আঙ্গিক ।

অন্তরের নিবিড়তম প্রকোষ্ঠ থেকে —
উৎসারিত তোমার স্বকীয় সত্তায় —
যদি থাকে পরার্থপরতা আর মানবতা এতটুকু ,
সেটুকুই দাও মোরে উপহার ,
পরম প্রাপ্তি হবে ওটাই আমার ।
তুমি হবে মোর কাছে পরম বান্ধব ,
এভাবেই হোক মোদের নব মহোৎসব ।
          **************